ভাঙ্গায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুরের ভাংগা উপজেলার পৌর বাজারের একটি বহুতল ভবনের ফ্লাট বাসা থেকে উত্তম কুমার(৪৭) নামক এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভাংগা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার(২ ফেব্রুয়ারি) রাতে তার নিজ রুমের সিলিং ফ্যানের সাথে মোটা রঁশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনা দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।নিহতের স্ত্রী বিগত প্রায় ১২ বছর পূর্বে তার একমাত্র মেয়ে মন্দিতা কে নিয়ে তার পিতার বাড়ি বরিশালে চলে যায়। এরপর থেকে উত্তম কুমার দীর্ঘদিন যাবত মানসিক অসুস্থতায় ভুগতেছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তিনি বাসায় একা থাকতেন। এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোকছেদুর রহমান জানান, ভাংগা বাজারের একটি বহুতল ভবনের একটি বাসা থেকে উত্তম কুমার নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। SHARES সারা বাংলা বিষয়: