ডি এম খালি ইউনিয়ন চর পায়াতলী এসএসসি পরীক্ষার্থী কিশোরীর আত্মহত্যা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
আতিকুর রহমান। ।  শরীয়তপুর জেলার সখিপুর থানা  ডি এম খালি ইউনিয়ন  চরপায়াতলী হাজী কান্দি গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সুমাইয়া (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় নিজ ঘরে গলায় ওড়না দিয়ে আরার সাথে আত্মহত্যা  করে।  সুমাইয়া ঐ এলাকার সাইফুল ইসলাম মোল্লার মেয়ে এবং চরচান্দা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী,  একজন মেধাবী শিক্ষার্থী ছিল। পারিবারিক কারণে হতাশাগ্রস্ত হয়ে সে এমন চরম সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় সুমাইয়া ঘরে একা ছিল। অনেকক্ষণ দরজা বন্ধ দেখে সন্দেহ হলে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সখিপুর থানার  ইনচার্জ ওবায়দুল হক (ওসি) বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ তা তদন্ত করা হবে।”স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কিশোরীর পরিবারের শোকের ছায়া এলাকাবাসী শোকাহত।  কিশোরীদের মানসিক স্বাস্থ্যের দিকে আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।