কয়রায় ১মাসে ওসি ইমদাদুল হকের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির লক্ষনীয় উন্নতি সাধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ অরবিন্দ কুমার মণ্ডল।। খুলনা জেলার কয়রা থানা অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি লক্ষনীয় উন্নতি সাধিত হয়েছে। জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক ২০২৪ সালের ১১ নভেম্বর যোগদান করার পর জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কয়রার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং মাদকের উৎপাত বেড়ে যায়। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। যার ধারাবাহিকতায় কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নেতৃত্বে পুলিশ ২০২৫ সালের জানুয়ারী মাসে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত জিআর, সিআর ও বন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৭০ জন আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ও হরিণের মাংস। এছাড়া বিভিন্ন মামলার আসামী ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত মামলা হয়েছে ১০ টি। আসামী গ্রেপ্তার হয়েছে ১০ জন। মাদকদ্রব্য উদ্ধার হয়েছে ১ কেজি ৩৭০ গ্রাম (গাঁজা), ১৭ পিচ ইয়াবা ট্যাবলেট। বনআইনে মামলা হয়েছে ১ টি, হরিণের মাংস উদ্ধার হয়েছে ৩৪ কেজি। আসামী গ্রেপ্তার ১ জন। অন্যান্য মামলায় আসামী গ্রেপ্তার ৪ জন, মোট আসামী আটক ১৫ জন। ওয়ারেন্ট ভুক্ত আসামী আটক হয়েছে ৫৫ জন। এর মধ্যে জিআর মামলায় ১১ জন, সিআর মামলায় ৪২ জন ও সিআর মামলায় সাজাপ্রাপ্ত ২ জন। এছাড়া রিকল ও ওয়ারেন্ট নিস্পত্তি হয়েছে ১১৪ টি। ওয়ারেন্ট নিস্পত্তি হয়েছে ১৬৯ টি। এর মধ্যে ১১ জানুয়ারী মাসে ১৮ মামলার আসামী আসাদুল কে আটক করেছে। জানুয়ারী মাসে মামলা হয়েছে ১৬ টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রার ছাত্র প্রতিনিধি গোলাম রব্বানী বলেন, জুলই-আগস্টের বিপ্লবের পরে ভেঙ্গে পড়া আইনশৃঙ্খখলা পূণরুদ্ধার ছিলো একটা চ্যালেঞ্জ। তিনি তার মেধা ও যোগ্যতার মাধ্যমে আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে দক্ষতার সাথে মোকাবেলা করে আইনশৃঙ্খলা স্বাভিক পর্যায়ে আনার জন্য চেষ্টা অব্যহত রেখেছেন। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, জুলাই-আগস্টের পর ভেঙ্গে পড়া আইন শৃঙাখলা পূণরুদ্ধার ছিলো একটা চ্যালেঞ্জ। সকলের সহযোগীতায় আইনশৃঙ্খলা স্বাভিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছি। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে, মাদকের সাথে যারাই জড়িত থাকুক কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। জনগনের সেবা করাই পুলিশের ধর্ম সেই ব্রত নিয়েই পুলিশ সুপারের নির্দেশে মানুষের সেবা অব্যাহত রেখেছি। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেছেন। SHARES সারা বাংলা বিষয়: