চান্দিনার দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
খোকা চৌধুরী।। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে দোল্লাই নবাবপুর বালিকা  উচ্চ বিদ্যালয়ের হলরুমে পূজা মন্ডবের সামনে শিক্ষক ,শিক্ষার্থীরা জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামণ্ডপ। এসময় স্থানীয় ব্রাহ্মন শ্রীযুক্ত বাবু রতন কুমার চক্রবর্ত্তী এর পূজার কর্ম পরিচালনায় উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বেনী মাধব দেবনাথ, সিনিয়র শিক্ষক ডিপ্লো রানী কর,সহকারি শিক্ষক গীতা রানী দেবী,সহকারি শিক্ষক সুমন চন্দ্র দেসহ বিদ্যালয়ের সকল শ্রেণির সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ। এসময় নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক বেনী মাধব বলেন- ধর্ম যার যার, উৎসব সবার। স্বতঃস্ফূর্তভাবে সনাতন ধর্মাবলম্বীর শিক্ষক, শিক্ষার্থী এই আনন্দ আয়োজনে প্রতি বছর ঐতিহ্যবাহী নবাবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা পালন করে আসছে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতি চর্চা শুদ্ধভাবে করতে পারে সেটাই মা দেবীর কাছে আশা করে। সহকারি শিক্ষক সুমন দে বলেন- জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। এসময় শিক্ষার্থী ঊর্মিলা চক্রবর্তী বলেন- ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। সকল পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি মা আমাদের সেই আশীর্বাদ করুক–এই কামনা করি।