বাল্যবিবাহ রোধের পরও জোরপূর্বক বিয়ে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫
নাজমুল হক।। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে গত ২০জানুয়ারি-২০২৫ রোজ সোমবার  বাল্যবিবাহ বন্ধ করার পরও অবশেষে পরিবারের চাপে ১৫ বছরের কিশোরী বিথী আক্তার মিম এর বিয়ে সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিথী আক্তার মিম, বাবুর সিকদারের মেয়ে। তার অপ্রাপ্তবয়স্ক হওয়ায় প্রশাসন আগেই তার বাবার মুচলেকা নিয়ে  বিয়ে বন্ধ করে দেয়। কিন্তু পরিবার প্রশাসনের চোখ এড়িয়ে পুনরায় গোপনে বিয়ের আয়োজন করে এবং জোরপূর্বক তাকে বিয়ে দেওয়া হয়। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কঠোর নজরদারি ও হস্তক্ষেপ দাবি করেছেন। এ ঘটনার পর এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। যাতে করে এই ধরনের আইন বিরোধী কোন কার্যক্রম কেউ করার সাহস না পায়। বিশেষজ্ঞদের মতে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজেরও ভূমিকা রাখা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।