লংগদুতে দিনের বেলায় পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫

আরিফুল।। ফেব্রুয়ারীর ৩ তারিখে দুপুর ১২ টার দিকে লংগদু উপজেলার ৩নং গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার হতে মুর্শিদাবাদ এলাকায় একটি ব্রিজ সহ রাস্তার কাজ চলমান অবস্থায় কয়েকজন পাহাড়ি সন্ত্রাসীরা এসে কর্মরত ইন্জিনিয়ার, মিস্ত্রি সহ ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়ের অপচেষ্টা করে। এতে ইন্জিনিয়ার ও ঠিকাদার  দিতে অস্বীকার করলে কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্র দিয়ে তাদের মাথায় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে ইন্জিনিয়ার কন্টাক্টটর সহ মোট ৬ জনকে আটক করে তাদের কাছে থাকা মোবাইল, টাকা—পয়সা সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে চলে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীয় উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। স্থানীয়রা আরো জানান এর আগেও এমন ঘটনা কয়েকবার ঘটলে ও স্থানীয় সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয় নি।  স্থানীয়রা আরো জানান মাঝেমধ্যে দিনের বেলাতেই পাহাড়ি সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সহ বন্ধুক নিয়ে এলাকার চৌমুহনী বাজার থেকে চাঁদা আদায় করে নিয়ে যায়। পাহাড়ি  সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী কৃষি কাজ,গরু পালন সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে পারে না। গত কয়েক বছর ধরে সন্ত্রাসীদের চাঁদা দিয়ে আসছে গ্রাম বাসাী। স্থানীয়রা আরো বলে এলাকায় উন্নয়ন মূলক কোন কাজ হলে পাহাড়ি (জেএসএস নামক) সন্ত্রাসীদের চাঁদা দিতে হয়। পাহাড়ি সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার করার দাবিতে এলাকাবাসী আন্দোলন করছে। এবং প্রশাসনকে দ্রুত পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আটক করার অনুরোধ করছে গ্রামবাসী।