সাভার থেকে বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ মিনহাজ আকন ।। সাভর আমিন বাজার (ঢাকা আরিচা মহাসড়কে) সালেহপুর ব্রিজের কাছে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে টুটুল নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি ২২ বোরের বিদেশি পিস্তল এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করে সাভার থানা পুলিশ। জানা যায় টুটুলের বাড়ী সাভার থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক গ্রামে, তার পিতার নাম লিয়াকত আলী। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: