কেন্দুয়ায় খড়ের গল্লায় অগ্নিসংযোগ দুর্বৃত্তদের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ব্যবসায়ের উদ্দেশ্যে স্টকে রাখা প্রায় ৬লাখ টাকার খড় বা গল্লায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) আনুমানিক সকাল সাড়ে সাতটায় উপজেলার চিরাং ইউনিয়ন ইউনিয়নের চিতোলিয়া মোড় সংলগ্ন এমন ঘটনা ঘটে । ইতোমধ্যে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । জানা যায়, বাট্রা গ্রামের সুমন মিয়া, দিলু মিয়া, হাবিজুর ও হালান মিয়া-এই চার জন শেয়ার হোল্ডারে প্রায় সাড়ে ৪লাখ টাকার খড় বা গল্লা ক্রয় করে স্টকে রেখেছিলেন । এবং সেগুলো বিক্রিও করেছিলেন । আজ নিয়ে যাওয়ার কথা ছিলো । কিন্তু কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে -কেউ বলতে পারেন না । ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা হলে তারা জানান , ঋণের টাকায় কষ্ট করে এই খড় বা গল্লার ব্যবসায় শুরু করেছিলেন একই গ্রামের ৪জন । স্টকের প্রায় বেশির ভাগ পুড়ে গেছে । এতে করে তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে । অন্যদিকে তাদের কারোরই ব্যক্তিগতভাবে কারো সাথে শত্রুতা না থাকা সত্ত্বেও কে বা কারা এই অগ্নিসংযোগ করেছে – এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে নানা প্রশ্ন । উপজেলা ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে জানান, সকাল ৮ টা ১০ মিনিটে আমরা কল পাই । এরপর ঘন্টা দেড়েক আগুন নিয়ন্ত্রণে কাজ করি । কিন্তু এর আগেই আগুন ছড়িয়ে পড়ে । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে । তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । তিনি আরো বলেন, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি । SHARES সারা বাংলা বিষয়: