চান্দিনায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
 খোকা চৌধুরী।। কুমিল্লার চান্দিনা উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেন।  এসময় তিনি নিয়মিত খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, শরীরচর্চা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেহ ও মনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়।এজন্য তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠের পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, অযথা মূল্যবান সময় নষ্ট না করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। কর্মদক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে।আগামীর বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে।  ডা. ফিরোজা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউছার হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল,রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান নজরুল ইসলাম,বাড়েরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম,মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার