বিষ্ণুপুরের সরস্বতী পূজা পরিদর্শন করলেন জেলা বিএনপির নেত্রীবৃন্দ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
শ্যামল কুমার মন্ডল।।  সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা পরিদর্শন করলেন বিএনপি’র জেলা শাখার নেতৃবৃন্দ।  ৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যায় বিএনপির সাতক্ষীরা জেলা শাখার সকল নেতৃবৃন্দ সহ একটি প্রতিনিধি দল ঘুরে ঘুরে দেখেছেন বিষ্ণুপুর প্রান্তিক সংঘ ও বন্ধুমহল এর আয়োজনে  সরস্বতী পূজা ও পঞ্চমী মেলা।  এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান, শেখ এবাদুল ইসলাম আহ্বায়ক কালিগঞ্জ উপজেলা, জাহাঙ্গীর আলম চেয়ারম্যান ২ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ রুহুল কুদ্দুস চেয়ারম্যান আনুলিয়া ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ সোলায়মান কবির আহ্বায়ক শ্যামনগর উপজেলা বিএনপি, মোঃ সোলায়মান হোসেন যুগ্ম আহবায়ক আশাশুনি  উপজেলা বিএনপি সহ বড় একটি প্রতিনিধি দল। মেলা পরিদর্শন শেষে ছোট্ট আলোচনা সভায় নেত্রীবৃন্দ প্রতিষ্ঠান দুটির  প্রশংসা করেন।  ভবিষ্যতে  এভাবেই পূজা উদযাপনের জন্য আহ্বান জানান। প্রয়োজনে সার্বিক সাহায্য ও সহযোগিতা করার জন্য বিএনপি সব সময় পাশে থাকার  ঘোষণা দেন।