উত্তরবঙ্গে পেট্রোল পাম্প বন্ধ: বিরামপুরে জ্বালানি সংকটে জনদুর্ভোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫ মো. আব্দুল ওয়াদুদ মন্ডল ।। পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সকল পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার সব পাম্পও বন্ধ রয়েছে, ফলে চরম জ্বালানি সংকট দেখা দিয়েছে। জরুরি প্রয়োজনে মানুষ পেট্রোল ও ডিজেল পাচ্ছে না, যা যানবাহন চলাচলে মারাত্মক প্রভাব ফেলেছে। বিশেষ করে পণ্য পরিবহন ও গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। চালক ও মালিকদের অভিযোগ, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া পাম্প বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা জানিয়েছেন, প্রশাসনের উচ্ছেদ অভিযান বন্ধ না করা পর্যন্ত এই কর্মসূচি চলবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নিয়ম মেনে পরিচালিত পাম্পগুলোকে আকস্মিকভাবে উচ্ছেদের সিদ্ধান্ত অন্যায় ও অবিচারসুলভ। এদিকে, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যানবাহনের সংকটের ফলে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। এ বিষয়ে প্রশাসনের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গেছে। জনগণের স্বার্থ বিবেচনায় দ্রুত এ সমস্যার সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। SHARES সারা বাংলা বিষয়: