সাংবাদিকদের উপর হামলাকারী ৩ জন গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মেহেদী হাসান রাসেল।। লক্ষীপুর  চার সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করে আহত করার ঘটনায় তিনজনকে আটক করছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকা থেকে তাদের জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলেন জাকির হোসেন, মিজানুর রহমান হেনজু ও  আবদুল মোতালেব। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, চার সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। মামলার প্রস্তুতিও চলছে। প্রসঙ্গত, সোমবার বিকেলে সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন চার সাংবাদিক। এ সময় দত্তপাড়া কলেজ থেকে কিছু দূর সামনে গেলে গনেশ্যামপুর এলাকায় সাত জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর অন্য সাংবাদিকেরা বাঁধা দিলে তাদের ওপর হামলা চালায় এবং কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এ সময় সাংবাদিকদের মোবাইলফোন ও নগদ টাকা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত সাংবাদিক রফিকুল ইসলাম, আলাউদ্দিন, ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে রফিকুল ইসলামের অবস্থায় আশঙ্কাজনক। বর্তমানে তিনজনই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে তিনি আরো বলেন আমি বিগত ০৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দত্তপাড়া কলেজের দক্ষিণে মিজি বাড়িতে ৪ সাংবাদিককে সন্ত্রাসী হামলা ও এলোপাথাড়ি গুলির ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করি এসময়ে আমার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক সহ দত্তপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ, জনাব মোঃ হাসান জাহাঙ্গীর হোসেন। এরইমধ্যে গোয়েন্দা, চন্দ্রগঞ্জ থানা ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানে রয়েছে। কোনো অপরাধীই ছাড় পাবে না। সাংবাদিকদের উপর হামলা এবং আসামি গ্রেফতারের প্রসঙ্গে সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি ও লক্ষীপুরের অন্যতম প্রবীণ সাংবাদিক ভি.বি.রায় চৌধুরী বলেন  সাংবাদিকদের উপর সকল হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে আমি এবং আমার সংগঠন কঠোর কর্মসূচি পালন করবো। তিনি লক্ষীপুর জেলা পুলিশ সুপার মহোদয় কে ঘটনাস্থল পরির্দশন এবং আসামীদের কে গ্রেফতারের জন্য  আন্তরিক অভিনন্দন,  শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।