নাটোর জেলার লালপুরসহ সারাদেশে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫
মোঃশাহ্ জালাল প্রামাণিক মাসিম।।  নাটোর জেলা শাখায় (বাজুস)আরেক দফা দাম বাড়লো স্বর্ণের। বাংলাদেশ জুয়েলার্সে সমিতির নাটোর জেলার আহ্বায়ক কমিটির সদস্য সচীব রঘুনাথ কর্মকারের লিখিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এখানে তারা স্বর্ণ ও রোপার বর্তমান বাজারমূল্য তুলে ধরেন। নাটোরের বাজুসের অফিসটি বাহাদুর শাহ্ পার্ক মার্কেট, পিলখানা, নাটোর- ৬৪০০তে অবস্থিত।যেখানে একটি আহ্বায়ক কমিটি রয়েছে। যারা কয়েকটি দাবী এতে সন্নিবেশিত করেন,তারমধ্যঃ
১।পাইন ঝালাইযুক্ত অলংকার পরিহার করে ক্যাডমিয়াম ঝালাইযুক্ত ক্যারেট ভিত্তিক অলংকার প্রস্তুত ও বিক্রয় করতে হবে।
২।সোনার অলংকার বিক্রয়ের সময় নুন্যতম ৬ শতাংশ মজুরী গ্রহন করতে হবে।
৩।পুরাতন অলংকার ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের রশিদ, NID ফটোকপি এবং মোবাইল নম্বর সংরক্ষণ করতে হবে।