ঝিকরগাছায় শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙাকে কেন্দ্র করে সংঘর্ষ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ তৌহিদুজ্জামান।। যশোরের ঝিকরগাছা উপজেলা চত্বরে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঝিকরগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আঁখি খাতুন এবং বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আতাউর রহমান বিক্রমপুরীর এক সহযোগী সাকিব খলিফা (২০) আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহমুদ হাসান ও সদস্য সচিব আঁখির নেতৃত্বে ১৫-১৮ জনের একটি দল হাতুড়ি ও শাবল নিয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙতে শুরু করে। এ সময় সংগঠনের আরেক নেতা আজহারুল ইসলাম এ কাজে সহায়তার জন্য অন্যদের আমন্ত্রণ জানান। তার আহ্বানে সাড়া দিয়ে আতাউর রহমান বিক্রমপুরী ৭-৮টি মোটরসাইকেলে করে ১০-১২ জন কর্মী নিয়ে সেখানে উপস্থিত হন। ঘটনাস্থলে পৌঁছে আতাউর রহমান বিক্রমপুরী ম্যুরাল ভাঙার দৃশ্য ফেসবুকে লাইভ করতে গেলে ঝিকরগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা দ্রুত ধাক্কাধাক্কি ও সংঘর্ষে রূপ নেয়।সংঘর্ষের এক পর্যায়ে মুখোশ পরা একজন ব্যক্তি সাকিব খলিফাকে চাকু দিয়ে আঘাত করে এবং মোটরসাইকেলে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় সাকিব গুরুতর আহত হলে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, সংঘর্ষ চলাকালে সদস্য সচিব আঁখি খাতুনের হাত মচকে যায়। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের কর্মী আল আমিন জানান, সংঘর্ষ চলাকালে মুখোশ পরা এক ব্যক্তি সাকিবকে ছুরিকাঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়, ফলে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঝিকরগাছা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহমুদ হাসান বলেন, আমরা আমাদের কাজ করছিলাম। আতাউর রহমান বিক্রমপুরীর লোকজন এসে ফেসবুক লাইভ করতে চাইলে আমরা নিষেধ করি। তখন তারা আমাদের বিভিন্ন কটূক্তি করে। এক পর্যায়ে হাতাহাতি শুরু হলে রবিন নামে এক কর্মী আক্রান্ত হয়। তাকে রক্ষা করতে গিয়ে সদস্য সচিব আঁখির হাত মচকে যায়। তবে, সাকিব খলিফাকে আমাদের কেউ আঘাত করেনি। কোনো তৃতীয় পক্ষ এই সুযোগ নিয়ে ঘটনা ঘটাতে পারে।ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, ঘটনার খবর পেয়েই আমাদের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। SHARES সারা বাংলা বিষয়: