বাঞ্ছারামপুরে বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫ রিপন মিয়া সরকার।। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুসা মার্কেটের সামনে, টিএনটি রোডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংহত ও গতিশীল করতে এই কার্যালয় চালু করা হয়। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যালয় উদ্বোধন করেন বাঞ্ছারামপুর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুসা। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিল শেষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে একেএম মুসা উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপি জনগণের দল। এখন থেকে উপজেলার এই প্রধান কার্যালয় থেকে উপজেলা বিএনপি বাঞ্ছারামপুরের জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবে। বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক এস. এইচ. জেড. শুকরি সেলিস, যুবদলের আহ্বায়ক মো. হারুনুর রশিদ (আকাশ), কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মোখলেছুর রহমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজমল আব্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসি উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব লিটন সরকার প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: