আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাটখিল প্রেসক্লাবে আলোচনা সভা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৪

মোঃহানিফ,চাটখিল। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার রাতে চাটখিল প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত সিনিয়র সাংবাদিক চাটখিল প্রেস ক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান এতে সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দীন মোহাম্মদ (স্বাধীন মত), জসিম মাহমুদ (আমাদের নতুন সময়), গুলজার হোসেন সৈকত (করতোয়া), মোহাম্মদ রহমত উল্যাহ (স্বাধীন সংবাদ), মনির হোসেন (খবর), মো. হানিফ (দৈনিক দেশ সেবা), আবু সালেহ (ডেইলি সান), গোলাম সারোয়ার জুয়েল (দৈনিক জনতা), মো. ইলিয়াছ কাঞ্চন (ভোরের চেতনা) প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- খালেদ হোসেন জুয়েল, আলমগীর হোসেন হিরু সহ চাটখিল প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকবৃন্দ । সভা পরিচালনা করেন চাটখিল প্রেস ক্লাবের সদস্য সাঈদ মোহাম্মদ তুষার (নিউ এইজ)।

সভায় বক্তরা সরকারের কাছে জোর দাবি জানান, স্বাধীনতার ৫২ বছর অতিবাহিত হলেও প্রতিবছর আমরা গতানুগতিকভাবে আমরা এই দিবস পালন করি। কিন্তু এখন পর্যন্ত সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়নি। বক্তরা নিন্ম আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত মামলার রায় বাংলা লেখার জন্য জোর দাবি জানান। সভা শেষে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে প্রেস ক্লাব সভাপিত সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে শহিদ মিনারে প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।