বাংলাদেশ স্কাউটস,কারিয়াকৈর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নাজমুল হক। ।  গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটস, কালিয়াকৈর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৫ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব কাউছার আহাম্মেদ যিনি পদাধিকারবলে স্কাউটসের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: শওকত আকবর খান,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মশিউর রহমান,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম,উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাবা উম্মে কুলসুম পুষ্পা সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কাউটস নেতৃবৃন্দ এবং জিলা স্কাউটস এর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কাউছার আহাম্মেদকে সভাপতি করে নিন্মোক্ত  কমিটি  ঘোষণা করা হয়। সহ-সভাপতি: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শওকত আকবর খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন,জনাব মোখলেছুর রহমান (প্রধান শিক্ষক, জাথালিয়া মজিদ চালা উচ্চ বিদ্যালয়),জনাব মো: আতোয়ার রহমান (প্রধান শিক্ষক,আক্কেল আলী উচ্চ বিদ্যালয়),জনাব মো: মজিবর রহমান (প্রধান শিক্ষক,হিজলহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়),উপজেলা কমিশনার: জনাব, মোহাম্মদ ফিরোজ হোসেন (প্রধান শিক্ষক, উত্তর দাড়িয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়),কোষাধ্যক্ষ-  মো: দেলোয়ার হোসেন (প্রধান শিক্ষক, ভৃঙ্গরাজ তালেবাবাদ উচ্চ বিদ্যালয়),উপজেলা সহকারী কমিশনার: জনাব, আরশেদ আলী (প্রধান শিক্ষক,বাংগুরী আ: হাকিম উচ্চ বিদ্যালয়),জনাব মো: আ: আজিজ (প্রধান শিক্ষক,বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয়),জনাব, এ.কে.এম. ফয়জুর (প্রধান শিক্ষক, ফুলবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাব, মো: আফজাল হোসেন (প্রধান শিক্ষক, বড়ইছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাব, মো: উজ্জ্বল হোসেন (সহ: শিক্ষক,ডাইনকিনি সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাবা, তাসমিন সায়রা লাভলী (প্রধান শিক্ষিকা, বড়ইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাব,নাজমুল হক (প্রধান শিক্ষক, গ্রাম বাংলা বিদ্যালয়) সম্পাদক: জনাব, মো: সিরাজুল ইসলাম বকসি  (প্রধান শিক্ষক,  সেওড়াতলী ভূবেনেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়,যুগ্ন সম্পাদক: বাবু পরিমল ঠাকুর (প্রধান শিক্ষক,বাংগুরী সরকারী প্রাথমিক  বিদ্যালয়),উপজেলা কাব স্কাউট লিডার: রাশেদা বিনতে খানম (সহ: শিক্ষক, লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়),উপজেলা স্কাউট লিডার: মো: শহিদুল ইসলাম (প্রধান শিক্ষক, কালামপুর এইচ.এস. কিন্ডার গার্ডেন),গ্রুপ/ইউনিট সভাপতির মধ্য থেকে ৪জন প্রতিনিধি (২জন মাধ্যমিক বিদ্যালয় ও ২জন প্রাথমিক বিদ্যালয়)মাধ্যমিক:-বাবু আশিষ কুমার গোপ (প্রধান শিক্ষক, গোসাত্রা ডা: জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়),জনাব, মো: শামছুল আলম (প্রধান শিক্ষক,বেগম সুফিয়া মডেল হাই স্কুল),প্রাথমিক:-জনাব, মো: আনোয়ার হোসেন (প্রধান শিক্ষক, দেওয়াইর সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাবা, লায়লা আক্তার (প্রধান শিক্ষিকা,পিপড়াছিট সরকারী প্রাথমিক বিদ্যালয়) সহযোগী সদস্য: (৪জন)জনাব, মো: আ: হামিদ (প্রধান শিক্ষক, আকুলি চালা উচ্চ বিদ্যালয়), জনাব, মজিবর রহমান (সহ: শিক্ষক, আক্কেল আলী উচ্চ বিদ্যালয়),জনাব, মো: মনজুর রহমান (প্রধান শিক্ষক, পশ্চিম চাপাইর সরকারী প্রাথমিক বিদ্যালয়),জনাব, আবুল কাশেম (সহ: শিক্ষক,কালিয়াকৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়), নবনির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য স্কাউট কার্যক্রম পরিচালনা করবে। নতুন কমিটির নেতৃত্বে স্কাউট কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে উপস্থিত অতিথিরা স্কাউট আন্দোলনের গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান।অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ মজিবর রহমান (সহকারী শিক্ষক,আক্কেল উচ্চ বিদ্যালয়),বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন নাজমুল হোসাইন (সহকারী শিক্ষক, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ)।