ধামইরহাটে জুলাই বিপ্লবের চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫ ছাইদুল ইসলাম। । নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব-২৫ এ জুলাই বিপ্লবের চিত্রাংকন প্রতিযোগিতা ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা বারোটার সময় “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৪৮জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াসমিন, ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: