নালিতাবাড়ীতে প্রায় ৪৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

নালিতাবাড়ীর সিমান্ত এলাকা নাকুগাঁও স্থল বন্দরের পশ্চিম পাশে আবাদি জমি থেকে গত শুক্রবার (৭ফেব্রয়ারি) ৫হাজার ৮৩৫  কেজি ভারতীয় জিরা জব্দ করেছে। ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ান হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা।বিজিবি সুত্রে জানা যায় শুক্রবার ভোর রাতে গোপন তথ্যের বিত্তিতে জানা যায় নাকুগাঁও স্থল বন্দরের গারু পাহার দিয়ে চোরাই পথে অবৈধভাবে জিরা চালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই হাতিপাগার ক্যাম্পের বিজিবি সদস্যরা।এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আাবাদি জমিতে ১৯৫ বস্তা জিরা ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা।পরে ছরিয়ে ছিটিয়ে থাকা জিরার বস্তা গুলো হাতিপাগার ক্যাম্পে সপোর্দ করেন বিজিবি।এসময় বিজিবি আরো বলেন সীমান্ত রক্ষার জন্য এমন অভিযান অব্যহত থাকবে।