চুনারঘাট এ গাজাসহ ৩জন আটক।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫
সারোয়ার  নেওয়াজ  শামীম ।।  চুনারুঘাট এ যৌথ বাহিনীর অভিযানে ১৬কেজি সহ ৩ব্যক্তি কে আটক করে যৌথ বাহিনী।জানাযায় সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে, চুনারুঘাটের বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়।সেনা বাহিনীর ক্যাপ্টেন তাজওয়ার আমিন এর নেতৃত্বে  ওসি নূর আলম সহ চুনারুঘাট  থানার পুলিশ, চুনারঘাট  এর চন্ডি চড়া নামক স্থানে অভিযান চালিয়ে ১৩ কেজি গাজাসহ ২জনকে আটক করেন।আটকৃত  রা হল নাসির নগর উপজেলার আসোলিয়া গ্রামের হাজী চুন্নু মিয়ার ছেলে রুকু মিয়া(৩৬)চুনারুঘাট  উপজেলা,র চিমটিবিল এলাকার শুক্কুর আলী,র ছেলে মোঃ শাহিন মিয়া(৩৫)।অপরদিকে চুনারুঘাট  থানা,র ওসি নূর আলম এর নেতৃত্বে পুলিশ চুনারুঘাট  এর আইতন এলাকায়  অভিযান চালিয়ে ৩কেজি গাজাসহ দুধপাতিল গ্রামের ওমর আলী,র ছেলে মোঃ রাজন মিয়া(২০)কে আটক করে।আটককৃতদের  বিরুদ্ধে  মাদক  আইনে মামলা হয়।ওসি নূর আলম বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।