নালিতাবাড়ীতে মাটি বাহি মাহিন্দ্র ট্রাক্টরের চাপাই শিশুর মৃত্যু।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সিকান্দার।নালিতাবাড়ীর গোবিন্দনগর চারআনিতে মাটি বাহী মাহিন্দ্র ট্রাক্টরের চাপাই কাওসার(৮)নামের এক শিশুর মৃত্য হয়েছে মঙ্গলবার(১১ফেব্রয়ারী)নিহত কাওসার ওই গ্রামের জাকির আলীর ছেলে।সরে জমিনে গিয়ে জানা যায় নিহত কাওসার ওই গ্রামের একটি ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।একই মাদ্রাসার পাশে ভরাট কাজ হচিছলো।মাটি আনলোড করে  গাড়ি পিছাতে গেলে পিছনে থাকা কাওসারকে অসতর্ক ভাবে চাপা দেই।পরে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় কাওসার।ঘটনা টের পেয়ে মাটি বাহী গাড়ি ফেলে পালিয়ে যায় ঘাতক ড্রাইভার।