আখাউড়ায় কৃষি যন্ত্র বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ আখাউড়া উপজেলায় কৃষকদের মাঝে (বেড প্ল্যান্টার) কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় কৃষক গ্রুপের মাঝে ৬টি কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, উপ-সহকারী কৃষি অফিসার মো: মোস্তাফিজুর রহমান, মো: মশিউর রহমান, মো: আনিসুল ইসলাম প্রমূখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট (ফ্রিপ) এর আওতায় অত্র উপজেলায় ৪৫টি গ্রুপ রয়েছে। এরমধ্যে ৬ গ্রুপের মধ্যে ৬টি কৃষি যন্ত্র ৭০ শতাংশ ভর্তুকিতে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে প্রতিটি গ্রুপে এ যন্ত্র বিতরণ করা হবে। তিনি আরও বলেন আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষকদের উৎপাদন খরচ কম হওয়ার পাশাপাশি তারা লাভবান হবে। SHARES সারা বাংলা বিষয়: