নাজিরপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় নাজিরপুর ইউনিয়ন পরিষদে আজ (১২ ফেব্রুয়ারি) গ্রাম আদালত বিষয়ক ‘কমিউনিটি মত বিনিময় সভা’ এবং ‘ভিডিও প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মত বিনিময় সভায় গ্রাম আদালতের কার্যক্রম, এর গুরুত্ব এবং বিচারপ্রক্রিয়ার সহজলভ্যতা সম্পর্কে আলোচনা করেন মোঃ হুমায়ুন কবির, উপজেলা সমম্ময়কারী গুরুদাসপুর উপজেলা গ্রাম আদালত, গুরুদাসপুর, নাটোর। সভায় উপস্থিত ছিলেন, নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী প্রাং, অত্র পরিষদের সচিব মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রবিউল করিম, ইউপি সদস্য মোঃ রউফ, ইউপি সদস্য মোঃ মতিউর রহমান, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ নাজনিন, ইউপি সদস্য মোঃ আলম প্রাং, ইউপি সদস্য মোঃ কাঞ্চন, ইউপি সদস্য মোঃ আইয়ূব আলী, সংরক্ষিত ইউপি সদস্য মোছাঃ চামেলী বেগম প্রমুখ সহ আরও অনেক ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। SHARES সারা বাংলা বিষয়: