বরগুনায় সনাকের আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

‘তথ্যের অধিকার সুশাসনের অঙ্গিকার, কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দিবে তথ্য অধিকার’ এই  শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বরগুনা এর উদ্যোগে ও জেলা প্রশাসন, বরগুনা এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ তথ্য মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার (১০  ফেব্রæয়ারি)  সকাল ১০:০০ টায় বরগুনা সার্কিট হাউজ সংলগ্ন শিমুলতলা মাঠে এ তথ্যমেলা অনুষ্ঠিত হয়। তথ্যমেলা’র শুভ উদ্বোধন করেন মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা।
তথ্য মেলায় ৩৯টি সরকারি ও ৬টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৫টি স্টল বিভিন্ন প্রদর্শনী দিয়ে সাজানো হয়েছে।  এর মধ্যে বিশেষ উল্লেখ যোগ্য জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী ।

মঙ্গলবার (১১ ফেব্রæয়ারি) বিকাল ৭:৩০ টায় তথ্যমেলা’র সমাপনী দিনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মোহাম্মদ শফিউল আলম, জেলা প্রশাসক, বরগুনা।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন  মো: ইব্রাহিম খলিল, পুলিশ সুপার, বরগুনা ।

তথ্য মেলায় ২দিন ব্যাপি তথ্য অধিকার আইন ২০০৯ ও আবেদন ফরম পূরণ সম্পর্কে অবহিতকরন, দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী, দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন, রচনা, কুইজ ও স্কিল কম্পিটিশন (প্রতিভা অন্বেষণ) প্রতিযোগিতা, দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ক্যাম্পেইন কর্মসূচি, নাগরিক সমাবেশ, গনশুনানী, দুর্নীতিবিরোধী নাটক, পটগান,  গান ও নৃত্যানুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের তথ্যমেলা’য় ৩৯ টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৪৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

তথ্য মেলায় সভাপতিত্ব করেন মনির হোসেন কামাল, সনাক সভাপতি,টিআইবি, বরগুনা।