চান্দিনায় ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্ট্রেশনের ক্যাম্পেইনের উদ্বোধন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ কুমিল্লার চান্দিনায় ফ্রি জন্ম ও মৃত্যু নিবন্ধন বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চান্দিনা পৌরসভার আয়োজনে, পৌরসভার হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এরই সাথে সর্বসাধারনের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন করার লক্ষ্যে ০ থেকে ১ বছরের মধ্যে ফ্রি জন্ম ও মৃত্যু রেজিষ্ট্রেশন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন কুমিল্লা স্থানীয় সরাকারের উপ পরিচালক এস এম গোলাম কিবরিয়া। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম,পৌর নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ,চান্দিনা থানারর অফিসার ইনচার্জ নাজমুল হুদা।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিক মিয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, পৌরসভা হিসাব রক্ষক মোঃ আবুল কালাম আজাদ। জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিষ্ট্রেশন চলবে আগামি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত। SHARES সারা বাংলা বিষয়: