গ্রাম বাংলা বিদ্যালয়ের ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

কালিয়াকৈর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ে ১৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতার শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও মনোজ্ঞ শারীরিক কসরত প্রদর্শন করা হয়। এরপর দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে। খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়, যেখানে শিক্ষার্থীরা গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাজমুল হক(সাধারণ সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক  শিক্ষক সমিতি ও সহকারী কমিশনার বাংলাদেশ স্কাউটস কালিয়াকৈর উপজেলা শাখা)  যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মো: রাজন খান ( সহকারি সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর পৌর মাধ্যমিক  শিক্ষক সমিতি) বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের লক্ষ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করা।” এ সময় আরো উপস্থিত ছিলেন জনাবা সাবিকুন্নাহার(সহকারী শিক্ষক ও আহবায়ক ক্রীড়া কমিটি),জনাব মোঃ হালিম মাহমুদ(প্রশাসনিক কর্মকর্তা অত্র বিদ্যালয়),জনাবা জাকিয়া রুকসানা, জনাবা আরিফা খাতুন, জনাবা তাহমিনা সরকার,জনাব মো: শাহিন আলম,জনাবা মৌসুমী  আক্তার সুমি, জনাবা মৌসুমী আক্তার, জনাব মোঃ রুবেল মল্লিক,জনাবা সুবর্ণা আক্তার, জনাবা দীপা সাহা এবং জনাবা আয়েশা সিদ্দিকা।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব ও খেলাধুলার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।