গৌরনদীতে দুর্নীতির অভিযোগে আলোচনায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

গৌরনদী উপজেলার আলোচিত রাজনৈতিক নেতা সৈয়দা মনিরুন নাহার মেরির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। তিনি বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় ।  শেখ মুজিবুর রহমানের আপন ফুফাতো ভাইয়ের মেয়ে । পাশাপাশি গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযোগ রয়েছে, উপজেলা চেয়ারম্যান থাকার সময় তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক হয়েছেন। গৌরনদীর চাঁদশী ইউনিয়নের বিভিন্ন আয়রন ব্রিজের মালামাল বিক্রি, নাঠৈ মহিলা সমিতির ভবন নির্মাণে দুর্নীতি, নাঠৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে আত্মসাৎসহ বিভিন্ন প্রকল্পের নামে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ক্লাবের অনুদানের অর্থ তসরুপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের সংস্কারের নামে ১০ বছরে প্রায় ৩৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলেও জানা গেছে। ক্ষমতার অপব্যবহার করে তিনি নানা দখল বাণিজ্য ও অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের দাবি।
৫ আগস্টের পর অধিকাংশ নেতাকর্মী এলাকা ছাড়লেও সৈয়দা মনিরুন নাহার মেরি গৌরনদীর নাঠৈ গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং এখনো রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এদিকে, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা গ্রেপ্তার হলেও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেরি এখনো গ্রেপ্তার হয়নি। তার গ্রেপ্তারের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।