আনন্দ নগরে শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
গুরুদাসপুর পৌর সদরের ৯ নং ওয়ার্ড আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজ (১২/০২/২০২৫) রোজ বুধবার রাত্রি ৮ ঘটিকায়  “শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৫” এর শুভ উদ্বোধন করেন মোঃ মশিউর রহমান বাবলু, সাবেক মেয়র, গুরুদাসপুর পৌরসভা ও সাবেক সভাপতি, গুরুদাসপুর পৌর বিএনপি।
তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ বজলুর রশিদ, সাবেক সহ-সভাপতি, পৌর বিএনপি।
এছারাও উপস্থিত ছিলেন,
সুফি সাইদ, সাবেক সদস্য সচিব, পৌর বিএনপি, শহিদুল ইসলাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক, পৌর বিএনপি, শামীম আহম্মেদ, সাবেক আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ সেলিম রেজা সাবেক যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল, আঃ আজিজ সাবেক সদস্য সচিব উপজেলা স্বেচ্ছাসেবক দল, রেজভী আহম্মেদ রাকিব সাবেক ছাত্রদল নেতা ।
উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট পরিচালনা করেন শিপন আহম্মেদ।
খেলায় অংশগ্রহনকারী  দুটি দলের মধ্যে সাহাপুর উত্তরপারা বিজয় লাভ করেন এবং আনন্দনগর স্পোর্টিং ক্লাব রানার্স আপ হন।
পুরষ্কার হাসেবে বিজয়ী দলকে ছয় হাজার টাকা ও রানার্স আপ দলকে তিন হাজার টাকা প্রদান করা হয়।