লালপুরে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা আয়োজন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ লালপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে বৃহস্পতিবার(১৩ ই ফেব্রুয়ারী ২০২৫খ্রীঃ) জাতীয় নাগরিক কমিটি নাটোর জেলা প্রতিনিধি সদস্যগণ একটি সংখীপ্ত মতবিনিময় সভার আয়োজন করে। লালপুর উপজেলা প্রতিনিধি কমিটি গঠনের লক্ষে স্থানীয় প্রতিনিধি সদস্যদের মতামত ও পরামর্শ নিতে আজকে নাটোরে সদর প্রতিনিধি সদস্যরা লালপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সবাইকে নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে।এতে নাটোর জেলা প্রতিনিধি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিক নিয়াজ, মোছাঃ রুবাইয়াত, মোঃকাওছার ও মোঃ মাহফুজ। এছাড়া আরো উপস্থিত ছিলেন আদিবাসী প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ জুলাই আগষ্টে আহত যোদ্ধাগণ।লালপুর স্থানীয় সদস্য হিসাবে উপস্থিত ছিলেন মোঃ মোতালেব, সাইফুল, ইমন,অপু, মাসিমসহ আরও অনেকে।এ সভায় শিক্ষক, ব্যংকার,ইন্জিনিয়ার,চাকুরীজীবী,ব্যবসায়ী,সাংবাদিক, সমাজ কর্মী,ছাত্র,বুদ্ধিজীবি,সংগঠক,ডাক্তার,স্বেচ্ছাসেবক, আদিবাসীসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি নাগরিক উপস্থিত ছিলেন। আগামী দিনে নতুন রাজনৈতিক দল গঠনে লালপুর উপজেলার নাগরিকদের মতামত জানতে এবং নতুন কর্মসূচির মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে বিভিন্ন বিষয়ভিত্তিক মতবিনিময় হয়। আলোচনা ও মতবিনিময় সভা শেষে উপজেলার নানা সমস্যা ও সংগঠনের প্রতি প্রশাসনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে জাতীয় নাগরিক কমিটি’র সদস্যগণ লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান ও উপজেলা পল্লী উন্নয়ন ব্যাংকের কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। SHARES সারা বাংলা বিষয়: