ডোমারে জানো প্রকল্পের বিদায়ী সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

মোঃ শরিফ বিল্লাহ,ডোমার । বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে জানো প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত বিদায়ী সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ।

এসময় আরও উপস্থিত ছিলেন—প্রকল্পের সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ।

সভায় জানো প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পুষ্টি বিষয়ক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকের সিএসজি গ্রুপের নির্বাচিত প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন।