চাটখিল প্রেস ক্লাবের নবনির্মিত সভাকক্ষের উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ নোয়াখালী জেলার চাটখিল প্রেস ক্লাবের নবনির্মিত সভাকক্ষের উদ্বোধন উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) গুলজার হোসেন সৈকতের পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ও চাটখিল প্রেস ক্লাবের দাতা সদস্য রফিক উল্ল্যাহ মনু। সভায় বক্তব্য রাখেন চাটখিল প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, চাটখিল প্রেস ক্লাবের সদস্য মনির হোসেন বিএসসি ও সাংবাদিক গোলাম সারোয়ার জুয়েল।সভায় চাটখিল প্রেস ক্লাবের সদস্য ও প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) আকিব ওসমান বলেন, চাটখিল প্রেস ক্লাবের সাথে কর্মরত সাংবাদিককেরা উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে । অনেক সময় সাংবাদিকদের মৌখিক তথ্য ও প্রকাশিত সংবাদ প্রতিবেদনের আলোকে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার ফলে উপজেলার অনেক সমস্যা সহজে সমাধান করা যাচ্ছে। তিনি উপজেলা প্রশাসনকে সহযোগিতা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। চাটখিল প্রেস ক্লাবের সাথে কর্মরত সাংবাদিকদের সত্যিকার অর্থে সমাজের দর্পণ বলা যায়। তিনি পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে চাটখিল প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান চাটখিল প্রেস ক্লাব কিভাবে গঠিত হয় এবং প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই ক্লাবের সাথে জড়িত সাংবাদিকদের ভূমিকা তুলে ধরেন। এসময় তিনি আরো বলেন চাটখিল প্রেস ক্লাবের নামে ভূমি ক্রয় করার সময় তৎকালীণ উপজেলা নির্বাহী অফিসারের অবদানের কথা তুলে ধরেন। এসময় তিনি উপজেলা ও পুলিশ প্রশাসনকে জনস্বার্থে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আকিব ওসমান পর্দা টেনে সভা কক্ষের উদ্বোধন করেন। এসময় চাটখিল প্রেস ক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান ঘোষণা দেন, আজ থেকে যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান চাটখিল প্রেস ক্লাবের সভা কক্ষ প্রয়োজনে ভাড়া নিয়ে সভা করতে পারবে। সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সার্জেন্ট অবসরপ্রাপ্ত দীন মোহাম্মদ, নুর আলম, রহমত উল্যাহ্, মনির হোসেন, মামুন চৌধুরী, আরিফুর রহমান, রুবেল হোসেন, মোজ্জামেল হক লিটন, আলমগীর হোসেন হিরু, মো: হানিফ, ইলিয়াস কাঞ্চন প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: