মশিন্দা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী ১৬/২/২৫ ইং রবিবার সকাল ১০ টার সময়  মশিন্দা ইউনিয়ন পরিষদ গ্রাম আদালত এজেলাস অফিস কক্ষে  অনুষ্ঠিত হয়েছে। উক্তি  আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব  করেন মোঃ আব্দুল বারী, চেয়ারম্যান মশিন্দা ইউনিয়ন পরিষদ। স্থায়ী সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ  ৩য় পর্যায়  প্রকল্প হিসেবে  গুরুদাসপুর উপজেলা ৬ ইউনিয়নে সাধারণ মানুষের মতামত জরিপ নিয়ে এমন আলোচনা সভা এবং ভিডিও প্রদর্শনী  অনুষ্ঠিত হবে বলে জানান গুরুদাসপুর উপজেলার দায়িত্বে থাকা  কর্মকর্তা  মোঃ হুমায়ুন কবির, সমন্বয়কারী  বাংলাদেশ গ্রাম আদালত  নাটোর জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরী মোহন পাল, সচিব মশিন্দা ইউনিয়ন পরিষদ। মোঃ হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক, মশিন্দা ইউনিয়ন বিএনপি। মোঃ রফিকুল ইসলাম, সভাপতি, মশিন্দা ইউনিয়ন বি এন পি। মোঃ মাহাবুর হাসান,মশিন্দা  মাধ্যমিক বিদ্যালয়। মোঃ আব্দুল মান্নান, শিক্ষক কাচিকাটা স্কুল এন্ড কলেজ। মোঃ শামীমা আক্তার, যুগ্ন সাধারন সম্পাদক মশিন্দা ইউনিয়ন বিএনপি। মোঃ আলাউদ্দিন সরকার, ইউপির সদস্য ও সহ সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি। মোঃ শাহিনুজ্জামান জহির, সহ সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন বি এন পি। মোঃ সেলিম জাহাঙ্গীর স্বপন, ইউপি সদস্য ও সিঃ সহ সভাপতি মশিন্দা ইউনিয়ন বি এন পি। , মোঃ রাশিদুল ইসলাম, ইউপির সদস্য। মোঃ আজিমউদ্দিন, ইউপির সদস্য। মোঃ শাহাদাৎ হোসেন, ইউপির সদস্য। মোঃ শহীদুল ইসলাম, ইউপির সদস্য। মোছাঃ হালিমা বেগম,সংরক্ষিত  ইউপির সদস্য। মোঃ সালামত, ইউপির সদস্য। মোঃ জাহিদুল ইসলাম, ইউপির সদস্য। মোঃ দুলাল হোসেন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মশিন্দা ইউনিয়ন।  মোছাঃ মারজিয়া বেগম,সংরক্ষিত  ইউপির সদস্য। মোছাঃ আখলিমা বেগম,সংরক্ষিত  ইউপির সদস্য। সহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ  এবং  সাধারণ জনগন উপস্থিত ছিলেন এসময় গ্রাম আদালতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত থাকা নেতৃবৃন্দ  ও আলোচকেরা।