পঞ্চগড়ের বোদায় ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এর আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো. ফরহাদ হোসেন আজাদ। এসময় সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক মো. জাহিদ ইসলাম কাচ্চু, বোদা পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাবেক উপজেলা পরিষদ ভাই চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ উপজেলা মসজিদের খতিব মাওলানা ছলেমান আলী, সাতখামার দাখিল মাদ্রাসার সহ. অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবদুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলার অন্যতম আহবায়ক ফজলের রাব্বী প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭৩টি  ক্বওমী মাদ্রাসা ও ১৩ টি আলীয়া মাদ্রাসার ৭৫০ জন শিক্ষার্থীগণ ইসলামী সাংস্কৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে হামদনাত, কেরাত ও উপস্থিত বক্তৃতা উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।