কোম্পানীগঞ্জে চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫ নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরপাবর্তী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয। অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষ থেকে নবগঠিত সভাপতি ও অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন চরপাবর্তী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ আনসারী। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম তাসলিমা আবেদা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত নবগঠিত কমিটির সভাপতি এডভোকেট মামুনুর রশীদ। এ সময় আরও বক্তব্য রাখেন, সাবেক শিবির নেতা মাওলানা মনিরুল ইসলাম বকুল, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন, নুর আলম মামুন, বিএনপি নেতা সাইফুল ইসলাম ফকির, যুবদল নেতা ওমর ফারুক প্রমূখ। SHARES সারা বাংলা বিষয়: