কয়রায় কোষ্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল। ।  ১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর  ২টা পর্যন্ত বাংলাদেশ  কোস্টগার্ড পশ্চিম জোন  কয়রা উপজেলার  আংটিহারা, গোলখালি, মাটিয়াভাঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা  করে দেড় শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে। কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য জানান।    তিনি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে । সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রায় অসহায় জেলে, মৎসজীবিদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মঙ্গলবার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের আংটিহারা, গোলখালি, মাটিয়াভাঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা  করে কোষ্টগার্ড । এছাড়াও অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজিবীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। এসময়  বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে  উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সার্জন লেঃ আদিব আদনান এএমসি।