জুলাই গণহত্যায় জড়িতদের রাজনীতি নিষিদ্ধের দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
জুলাই গণহত্যায় জড়িতদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবীতে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে গণঅধিকার পরিষদ।
বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিক্ষোভটি শুরু হয়েছে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদেক হোসাইনের নেতৃত্বে সংগঠক তারিক জামিল ফয়েজী, ফেরদৌস আহমেদ, সদর যুব অধিকারের সভাপতি পারভেজ হাসান, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল বাশার, হিরামণ তালুকদার, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক যুব অধিকার পরিষদ মো. কামরুক হক, আহবায়ক পেশাজীবি অধিকার পরিষদ এনামুল হক, সভাপতি দুর্গাপুর উপজেলা যুব সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ নেত্রকোণা জেলা, শাকিল তালুকদার রিফাত, আহবায়ক ছাত্র অধিকার পরিষদ বারহাট্টা উপজেলাসহ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার দাবী করেন।