সরকারি রাস্তায় আম গাছের ভিটা রাখায় পঞ্চম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী গুরুতর জখম

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫
শফিকুল ইসলাম সুবেল, জেলা প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)…
শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের টাপ্পু- লছমানপুর রাস্তা একটি জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার -হাজার যানবাহন চলাচল করে,এই  রাস্তার বেহাল দশা বিরজমান।
গত কয়েক বছর ধরে এই রাস্তায় নিয়মিত দুর্ঘটনা ঘটেই  চলেছে। কয়লাবাড়ি ট্রাক স্ট্যান্ড হতে খাসেরহাট  বাজারের চামাটোলা মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা । বর্তমানে রাস্তাটি প্রশস্তকরুন ও পুনঃনির্মাণের কাজ  চলেছে । এই রাস্তার প্রশস্তকরণ ও পুনঃনির্মাণের  জন্য আব্দুল মান্নান এন্টারপ্রাইজকে  প্রায় 20 কোটি টাকা ব্যয়ে  দুই বছর সময় বেঁধে দেওয়া হয়।  গত প্রায় দশ মাস আগে এর কাজ শুরু হলেও  আশানু্রূপ অগ্রগতি এখনো লক্ষ্য করা যায়নি। সরোজমিনে গিয়ে দেখা যায়, এটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কিনা তার সন্দেহ রয়েছে।
এই রাস্তায় জনগণ চলাচল করে  অনেক দুর্ভোগের শিকার হচ্ছে এবং প্রতিনিয়ত  দুর্ঘটনা ঘটেই  চলেছে।‌ আরও দেখা যায় রাস্তার উপর উপর লছমানপুর গ্রামের মো: বজলুর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা ও তার ছোট ভাই মো: কাসিম জোর করে আম গাছের ভিটা ফেলে রেখেছে। এতে  করে, তার বাড়ির সামনের রাস্তা সংকুচিত হয়ে যায়। এলাকাবাসী সেই  আম গাছের ভিটাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে বললে, তার পরিবারের লোকজন তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের হুমকি ধামকি দিতে থাকে। তারা আরও বলেন আম গাছের ভিটার উপর গত দুই দিন আগে পঞ্চম শ্রেণী পড়ুয়া  এক ছাত্র মোঃ আলভি আম গাছের ভিটার উপর চলন্ত সাইকেল নিয়ে পড়ে যায় এবং গুরুতর জখম হয়।
স্থানীয় লোকজন আম গাছের ভিটা রাখার ব্যাপারে বলতে গেলে, তার পরিবারের লোকজন তাদের উপরও চড়াও হয়। সরকারি রাস্তার উপর এভাবে আম গাছের ভিটা  কিভাবে রাখতে পারে, এই ব্যাপারে এলাকাবাসীর কিছুই জানা নেই ‌।
 মো: আলভি এর মা আম গাছের ভিটা রাখার স্থানে গিয়ে বলে, এই কাঠগুলো এভাবে না রাখলে হয়তো, আমার ছেলে এত বড় দুর্ঘটনার শিকার হতোনা। এই কথা বলার সাথে সাথে  মোঃ কাসিমের স্ত্রী  মোসা: সুন্দরী বেগম, মোঃ  আলভীর মাকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে প্রাণ নাসের হুমকি দেয়। এলাকাবাসী তার পরিবারের লোকজনের এমন আচরণে অনেকটাই ক্ষুব্ধ। এলাকাবাসী আরো বলেন  আমরা সকলেই একসাথে কাঁধে কাঁধ  মিলিয়ে শান্তিতে বসবাস করতে চাই। কেউ কারো ক্ষতি করুক, এইটা আমরা চাই না। তারা  আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের এই রোড যেন দ্রুত প্রশস্তকরণ  ও পূর্ণনির্মাণ বাস্তবায়ন করা হয় তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এও  আশাবাদ ব্যক্ত করেন,আর যেন কোনো দুর্ঘটনা, রাস্তায় না ঘটে।