কিশোরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫
বাংলাদেশ গনঅধিকার পরিষদ কিশোরগঞ্জ  উপজেলা শাখার আয়োজনে কিশোরগঞ্জ   কেন্দ্রীয় শহীদ মিনারে ০৬:০১মিনিটে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের  মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালে এইদিনে (৮ ফাল্গুন , ১৩৫৮, বৃহস্পতিবার ) মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালি ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন। যাঁদের মধ্যে রফিক , জব্বার , শফিউল , সালাম , বরকত উল্লেখযোগ্য এবং এই কারণে এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। বাংলাদেশ গনঅধিকার পরিষদ, কিশোরগঞ্জ  উপজেলা শাখার পক্ষ থেকে শহীদদের স্মরণে   কেন্দ্রীয় শহীদ মিনারে ০৬:০১ মিনিটে  পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  গনঅধিকার পরিষদের কিশোরগঞ্জ  উপজেলার  সাধারণ সম্পাদক  মোঃ লিমন ইসলাম,
 অর্থ সম্পাদক আলমগীর হোসেইন, দপ্তর সম্পাদক মোঃ মুশফিকুর রহিম , সহ দপ্তর সম্পাদক মো:রবিউল ইসলাম , রনচন্ডী ইউনিয়ন এর সহ সভাপতি পেয়ারুল ইসলাম, পুটিমারী ইউনিয়ন এর সভাপতি নাজমুল হক, সহ উপস্থিত ছিলেন ফেরদৌস আলম, মোরশেদ,বাফিল হোসেন বাপ্পি।