সুন্দরগঞ্জে পল্লীবন্ধু এরশাদ হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকাল হতে দিনব্যাপী (প্যাটস্ হেলথ কেয়ার হসপিটাল) পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের আয়োজনে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্পে আগতদের মাঝে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা সংক্রান্ত বিষয়ে পরামর্শ প্রদান করেন। পল্লীবন্ধু এরশাদ হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে স্বপ্ল খরচে ডিজিটাল এক্স-রে, ডিজিটাল ইসিজি, কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম, হরমোন, কম্পিউটারাইজড প্যাথলজি ও বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সেবা প্রদান করা হয়। এই ধরনের উদ্যোগ আগামী বছরেও অব্যাহত থাকবে, যা স্থানীয় মানুষের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে। SHARES সারা বাংলা বিষয়: