জয়পুরহাটের পাঁচবিবিতে সামাজিক সংগঠন হিসাবে পাঁচবিবি ফাউন্ডেশন এর শুভ উদ্ভোদন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ শিক্ষা,স্বাস্থ্য,সামাজিক ও মানবিক পুনর্বাসন স্লোগানকে সামনে রেখে ঢাকায় অবস্থানরত পাঁচবিবির এক ঝাঁক তরুণদের উদ্যোগে পাঁচবিবি ফাউন্ডেশন নামে একটি সমাজকল্যান মূলক ফাউন্ডেশনের শুভ উদ্বোধন,শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ২১ ফেরুয়ারী/২৫ ইং বিকল ৩.০০ টায় পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে পাঁচবিবি ফাউন্ডেশনের সভাপতি আব্দুল খালেক এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ যায়েদ বিন সাবিত এর সঞ্চালনায় উক্ত পাঁচবিবি ফাউন্ডেশন এর শুভ উদ্ভোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি মোঃ আব্দুল হাকিম মন্ডল,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সরকারি অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান মানিক,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান,বিশিষ্ট সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ ডাঃ মোঃ সুজাউল করিম। এছারাও উপস্থিত ছিলেন আর্দশ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান (মুক্তার),পাঁচবিবি ফাউন্ডেশনের নির্বাহী সদস্য প্রকৌশলী তুহিন ইবনে সাহীর,ডাঃ এবিএম মেহেদী হাসান ও মাওলানা মোঃ আবুল বাশার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাঁচবিবি ফাউন্ডেশনের সকল সদস্য এক হয়ে কাঁদে কাঁদ মিলিয়ে শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক ও মানবিক পুনর্বাসন এবং যেকোন মানবসেবার কাজে ও ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য পূরুন করার জন্য প্রত্যয় ব্যাক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: