মাতৃভাষা দিবস উৎযাপনে রশি টানের আয়োজন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে যুব সমাজ ও এলাকাবাসীর সহযোগিতায় “সুলতান নগর রহিম উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড ইসলামিক স্কুল” মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী “রশি টান” খেলার আয়োজন করা হয়। বিকেল তিন ঘটিকা থেকে খেলা শুরুর কথা থাকলেও দুপুর দুইটা থেকেই আশেপাশের গ্রাম থেকে লোক জমায়েত হতে থাকে। খালিয়ারবাইদ, নামদারপুর, আবেদ নগর এবং সুলতান নগর এই চারটি দলের অংশগ্রহণে নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ খেলায় প্রথম রাউন্ডে স্বাগতিক সুলতান নগর নামদারপুরকে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করে। তার পরে পরেই খালিয়ারবাইদ তাদের প্রতিদ্বন্দ্বী আবেদ নগরকে এক ঝটকায় উড়িয়ে দিয়ে ফাইনালিস্ট হিসেবে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়। দুইদলের সমর্থকদের হৈ-হুল্লোরে আর টানটান উত্তেজনায় জমে উঠে ফাইনাল রাউন্ড। পাঁচ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে সুলতান নগর তাদের শক্তির জানান দিয়ে জয়ী হয়। শাহ আলম (দলনেতা), ইউসুফ, আয়নাল হক, আলমগির হোসেন, আক্কেল আলী, শাহ আলম, ইকবাল হোসেন, রেজাউল, মোশারফ হোসেন, নাছির উদ্দিন (অতিরিক্ত), বিল্লাল হোসেন (অতিরিক্ত), ওবায়দুল্লাহ (অতিরিক্ত)-রা ছিলেন সুলতান নগর দলে। অপরদিকে খালিয়ারবাইদ দলে ছিলেন আক্কাছ আলী, হেলাল উদ্দিন, জালাল উদ্দিন, আরিফ মিয়া, জোয়াহের, নয়ন, শাহজালাল, কাদের, হাফিজুল, ছানোয়ার (অতিরিক্ত), আশরাফ (অতিরিক্ত), আলাল উদ্দিন (অতিরিক্ত)। আন্তর্জাতিক মাতৃভাষা উৎযাপনে এমন ব্যাতিক্রমধর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন গ্রামবাসীরা। উক্ত অনুষ্ঠানে বড়চওনা ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, ৩নং ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলাম শাহ-আলম, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, এস এম এবাদত হোসেন, আব্দুল হামিদ (মুক্তার মাস্টার), বাহাজ উদ্দিন এবং রহিম উদ্দিন কিন্ডারগার্টেন এন্ড ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক নাইম হাসানসহ এলাকার গণ্যমান্য উপস্থিত ছিলেন।