নাটোরের লালপুর উপজেলায় মাদক দ্রব্য আইনে এক যুবক গ্রেফতার। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ নাটোরের লালপুর উপজেলায় মাদক দ্রব্য আইনে এক যুবক গ্রেফতার। লালপুর উপজেলায় মাদক অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন-৫ ।গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ) বিকাল ৫ টার দিকে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের দিঘাপাড়া গ্রামে মাদক দমনে বিশেষ অভিযান চালিয়ে রাজিব খানকে (৩২) যুবককে র্যাপিড একশন ব্যাটালিয়ন-৫ আটক করে। আটককৃত রাজিব খান একই উপজেলার সাদিপুর গ্রামের আলম খানের পুত্র বলে জানা যায়। একটি বিশ্বস্ত সূত্রে আরও জানা যায়, রাজিব খান ২০ বোতল ফেন্সিডিল বহন করছিল যা এ অভিযানে উদ্ধার করা হয়েছে।আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে তাকে লালপুর থানায় পাঠান হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: