আখাউড়া সূর্যমুখী ফুল চাষ করে বাম্পার ফলনের আশা করছে কৃষক’রা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা দক্ষিণ ইউনিয়ন এলাকার আদমপুর গ্রামে সূর্যমুখী ফুল চাষ করে বাম্পার ফলনের আশা করছে কৃষকরা,সরজমিনে  গিয়ে দেখা যায় তারা আর ডি এস২৭৫ জাতের সূর্য মুখী ফুল চাষ করেছেন, যা দিয়ে আগামীতে তেল চাহিদা পূরণ হবে বলে আশা করা যায় কৃষককের মুখে ও সফলতার তৃপ্তি হাসি ফুটে উঠেছে, প্রায় ১.৫ একর জমিতে দুই জন কৃষক সম্মিলিত হয়ে এই ফুল চাষাবাদ করেছেন তাদের মধ্যে মিজান মোল্লা জানান আমরা আগেও এই ফুল চাষ করেছিলাম যা কিনা ২০১৯ সালে তখনও আমরা আমাদের প্রত্যাশা থেকে বেশি ফলন পেয়েছি এবং লাভবান হয়েছি পরবর্তীতে যখন  চাষাবাদ করেছিলাম তখন বৃষ্টি’র কারনে ফসল নষ্ট হয়ে যায় তাতে আমরা ভেঙ্গে পড়ি পরবর্তী তে আখাউড়া কৃষি অফিসের সহযোগিতায় এই বছর আবার আমরা এই ফুল চাষ করি বর্তমানে আবহাওয়া অনেকটা ভালো আমরা আশা করছি এইবছর ও আমাদের ফলন ভালো হবে এবং আমরা লাভবান হবো। মিজান মোল্লা আরও বলেন আখাউড়া কৃষি অদিপ্তরের এসএএও জনাব সাইফুল ইসলাম তাদেরকে এই ফসল চাষাবাদ করতে অনেক টা সহযোগিতা করেছেন। কৃষক মিজান মোল্লা ও আবু তাহের মিয়া আশা করেছেন সূর্যমূখী ফুল চাষে তারা অনেকটা লাভবান হবেন।