ভাঙ্গায় মাদক কারবারি মা ও ছেলে গ্রেপ্তার।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মাদক বিক্রির সময় মাদক কারবারি মা ও ছেলেকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ ‌‌। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৯ হাজার ৪শত ৬০ টাকা এদের কাছে পাওয়া গেছে। রবিবার(২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের জোবায়ের পেট্রোল পাম্পের পিছনের একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কালে এদের কে আটক করা হয়। মাদক কারবারিরা হলো -ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের রেশমা আক্তার (৪০) এবং তার ছেলে শুভ হাওলাদার (১৯)।
ভাংগা থানার উপ পরিদর্শক মোঃ মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারীর কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ২৯ হাজার ৪৬০ টাকা পাওয়া গেছে।  তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সোমবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় ‌।