গোপালগঞ্জে ১৯ বৎসর পরে বিএনপির বিশাল গন সমাবেশ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

গোপালগঞ্জে বিগত ১৯ বৎসর পরে হোল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণসমাবেশ গোপালগঞ্জ পৌরপার্কে গণসমাবেশ হওয়ার কথা থাকলেও উহা মহা গণসমাবেশে রূপ নেয়। আজ ২৪ ফেব্রুয়ারি সোমবার সকাল ১০টা হতে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা হতে বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে শুরু করে, কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্হল, পাশ্ববর্তী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায় জন সমাগমে ।  সকাল হতেই স্থানীয় নেতৃবৃন্দদের আগুন ঝরা বক্তব্যে অনুপ্রাণিত হয়ে মুহুর্মুহু শ্লোগানে ১৯ বৎসর পর প্রান চাঞ্চল্য ফিরে পায় গোপালগঞ্জ জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং অনুসারীরা । এর আগে ১৯০৪ সালে গোপালগঞ্জ শেখ কামাল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বিএনপির জনসভা যে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৯ বৎসর পরে এই জনসভাটি ছিল তাই বিশেষ তাৎপর্যের।
আজকের এই মহা গন জমায়েত জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, প্রধান বক্তা বিএনপির প্রয়াত কে এমন ওবায়েদুল রহমান তনয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক শা মা ওবায়েদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান, সহ সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) খন্দকার মাশুকুর রহমান,সহ আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব সম্পর্কে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামী জীবনের অনেক ঐতিহাসিক তথ্য-উপাদ্য তুলে ধরে জনসাধারণকে বিএনপির পতাকা তলে আসতে এবং সকল প্রকার দেশী-বিদেশী ষড়যন্ত্রের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। দেশের ভাষা সংগ্রামী, স্বাধীনতা যুদ্ধসহ এযাবৎ সকল বিপ্লবে ও সর্বশেষ আগস্ট সংগ্রামে আত্মত্যাগী শহীদদের প্রতি শ্রদ্ধা এবং আগষ্ট সংগ্রামে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও পঙ্গুত্ব বরনকারী সকল বিপ্লবীদের যথাযোগ্য সম্মান চিকিৎসা সেবা দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান এবং যথা শীঘ্রই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় টালবাহানা না করতে বলেন ও দেশের নিত্য পন্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করে জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে বলেন।