কয়রায় বাঘ সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
অরবিন্দ কুমার মণ্ডল।।
কয়রায় সুন্দরবনের বাঘ সংরক্ষণে গণসচেতনতা কার্যক্রম উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০ টায় কাশিয়াবাদ স্টেশনে খুলনা রেঞ্জের উদ্যোগে ও সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগীতায় এই চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগীতায় সুন্দরবন সংলগ্ন প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ শত জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, রেঞ্জ সহযোগি মোঃ ইসমাইল হোসেন, কাশিয়াবাদ স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আল আমিন, প্রতাপ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রনজিত কুমার সরকার, সহকারী শিক্ষক রোকনুজ্জামান, আঃ রহিম প্রমুখ।