সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসেবে লাল মিয়া’র দায়িত্ব গ্রহন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ কবীর আহমেদ।। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে লাল মিয়া’র দায়িত্ব গ্রহন আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেছেন। গত রোববার (২৩ ফেব্রুয়ারি) জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম স্বাক্ষরিত একটি পত্র জারি করেন। এ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার, সরিষাবাড়ী উপজেলা হিসাব রক্ষণ অফিসার, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১, হিসেবে লাল মিয়া কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন কঅেবগত পত্র দিয়েছেন। জানা গেছে, ২০২৪ ইং সালের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি গা-ঢাকা দেন। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার অভিযোগে সরিষাবাড়ী থানায় রুজুকৃত মামলায় অজ্ঞাত নামা আসামী হিসেবে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক গ্রেফতার হয়ে হাজত বাস করছেন। তারপর থেকে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। জনভোগান্তি দূরীকরনার্থে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্যানেল চেয়ারম্যান কে দায়িত্ব প্রদানের জন্য জেলা প্রশাসকের নিকট সুপারিশ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথী হিসেবে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু বক্তব্য রাখেন। আরোও বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সহ সভাপতি ছানোয়ারা বেগম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবীর শ্যামল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনিরুজ্জামান আদম,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবুল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুল আলম সুমন, সাধারন সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারন সম্পাদক জাহিদ হাসান সোহাগ, পৌর ছাত্র দলের সাধারন সম্পাদক অরিফুল ইসলাম আরিফ, ৩ নং ওয়ার্ড বাসীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইউপি সদস্য মোবারক হোসেন, আমীর হোসেন মনোহর,সোনা মিয়া, ইউনিয়ন ছাত্র দলের সাধারন সম্পাদক রাকিব হাসান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনরপি’র সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু। এতে জামালপুর এপোলো হাসপাতালের পরিচালক শরিফুজ্জামান জামালী রুবেলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, গণমাধ্যমকর্মী ও ইউপি সদস্যবৃন্দ সহ সুধীজন উপস্থিত ছিলেন। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ লাল মিয়া কে পূর্ণাঙ্গ প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় জনভোগান্তি লাঘব হবে বলে সচেতন ইউনিয়নবাসী প্রত্যাশা করছেন। প্যানেল চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান সর্বস্তরের জনতা। দায়িত্ব গ্রহনের পর বাংলাদেশ জাতিয়তাবাদী দল বিএনপি’র সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের কবরে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। প্যানেল চেয়ারম্যান লাল মিয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এ ইউনিয়নের অধিকাংশ গ্রাম ঘনবসতি ও নদী কেন্দ্রিক হওয়ায় নানা সমস্যা বিদ্যমান। আমি যে কয়েকদিন সময় পাবো সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বে প্রতি শ্রদ্ধা নিয়ে সর্বস্তরের জনগণের সেবা করে যাব। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ছাড়াও মাদক, জুয়া, জন বিশৃঙ্খলা ও বাল্যবিয়ে প্রতিরোধে প্রতিশ্রুতি ব্যক্তও করেন তিনি। SHARES রাজনীতি বিষয়: