মহেশপুর সীমান্ত ব্যাটেলিয়ান কমান্ডার পর্যায়ে বৈঠক। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ সৌভিক পোদ্দার।। ঝিনাইদহে সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার (২৬ফ্রেব্রুযারী) বিকেল ৪ টা থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,৫৮ বিজিবি এর অধিনায়ক লেঃকর্নেল মোঃরফিকুল আলম ও স্টাফ অফিসার সহ ৯ জন এবং প্রতিপহ্ম ১৯৪ ব্যাটালিয়ন এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট চান্দে রভান ও স্টাফ অফিসার সহ ৮ জন অংশগ্রহণ করেন। উক্ত সৌজন্যে সাহ্মাতে বিজিবি এর পহ্মে মহেশপুর ব্যাটালিয়ন (উক্ত সৌজন্য সাহ্মাতে বিজিবি-বিএসএফ সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্তে পরিস্থিতি সুস্হ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া মানব পাচার রোধ এবং মাদক চোরা চালান প্রতিরোধে কার্যকারী ব্যবস্হা গ্রহন করা সহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরিশেষে উভয় দেশের সীমান্ত রহ্মী বাহিনীর মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দপূর্ণ পরিবেশে উক্ত সৌজন্য সাহ্মাত সমাপ্ত হয়। SHARES আন্তর্জাতিক বিষয়: