ইরানের আইআরজিসির ঘাঁটিতে হামলা, পাঁচ নিরাপত্তাকর্মী নিহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪ নিজস্ব প্রতিনিধি।সরকারবিরোধী সশস্ত্র গোষ্ঠী ইরানের দক্ষিণ-পূর্বে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে। এতে পাঁচজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এই হামলা চালানো হয়। জাইশ আল-আদল গোষ্ঠীটি এ হামলার দায় স্বীকার করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে। হামলাটি তেহরানের বিরোধী সুন্নি মুসলিম সশস্ত্র গোষ্ঠী ‘জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস)’ চালিয়েছে বলে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি জানিয়েছে। তিনি এটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে চিহ্নিত করেছেন। জাইশ আল-আদল গোষ্ঠীটিও এ হামলার দায় স্বীকার করেছে বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানিয়েছে। ইরিনা আরো জানিয়েছে, হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী ও পাঁচ হামলাকারী নিহত হয়েছে। গোষ্ঠীটি সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়। এদিকে সোমবার দামেস্কে ইরানের কনস্যুলেটকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় দুইজন জ্যেষ্ঠ আইআরজিসি কমান্ডারসহ বেশ কয়েকজন ইরানি সামরিক কর্মী নিহত হন। এর মধ্যেই নতুন এই হামলার ঘটনা ঘটল। ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন হামলাকারী নিহত এবং অনেকে আহত হয়েছে। তবে নির্দিষ্ট হতাহতের সংখ্যা তিনি জানাননি। জইশ আল-আদল গোষ্ঠীটি ২০১২ সালে গঠিত হয়। তেহরানের দলটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে। সূত্র : আল-অ্যারাবিয়া SHARES আন্তর্জাতিক বিষয়: