ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা সংবাদের প্রতিবাদে গ্রাম বাসীর মানববন্ধন। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ আজ ২৭ শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই বাস স্ট্যান্ড ঢাকা টু সিলেট হাইওয়ে রোডে এলাকাবাসী ও গ্রামবাসী উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী গ্রামবাসী সহ কৃষক ও স্থানীয় বাসিন্দারা ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসীরা বলেন তিতাস নদী থেকে বালু ও মাটি উত্তলন করতে না দেওয়ার কারনে গ্রামবাসীর জনপ্রতিনিধিদের বিরুদ্ধে চাদাবাজী ও সন্ত্রাসী এবং আওয়ামীলীগ বানিয়ে, মানব জমীন পত্রিকায় ও প্রতীক টিভি নামের মিথ্যা সংবাদ প্রচার করে!মানববন্ধনে অংশ নেওয়া শশই গ্রামের ৪নং ওয়ার্ডের জনপ্রতিনিধি বর্তমান মেম্বার মোঃ হাবিবুর রহমান বলেন গত ১৬ ফেব্রুয়ারি ২০২৫ প্রতীক টিভি ও মানবজমিনের (দাবিকৃত চাঁদা না দেয়ায় বাধার মুখে ঢাকা-সিলেট ৬-লেন প্রকল্পের কাজ বিঘ্নিত) এই হেডলাইন করে মিথ্যা সংবাদ প্রচার করে! মিথ্যা সংবাদে উল্লেখ করে আওয়ামী লীগের সহ-সভাপতি, আমি হাইওয়ে রোডে কাজে বাঁধা দিচ্ছি, আমাকে মিথ্যা কমিটি করে আওয়ামী লীগের সহ-সভাপতি বানিয়ে এমন নিউজ প্রচার করে, অথচ আমি ২০১৮ সালের বিএনপি হওয়ার কারণে আমাকে ২ টা বিস্ফোরক মামলার আসামি করা হয় একটা মামলার ২৯ নাম্বার আসামি আমি! কিন্তু আজ আমি জনগণের কথা ও গ্রামের ফসলে জমির অস্তিত্ব টিকিয়ে রাখতে তিতাস নদীর বালু খনন করতে বাধা দেওয়াই তারা আমায় আজ আওয়ামী লীগের সদস্য বানিয়ে মিথ্যা প্রচার করছে! উক্ত মানববন্ধনে অংশ নেওয়া এতিম এক ছেলে মোহাম্মদ শরীফ মিয়া (৮) বলেন আমার বাবা নেই, আমি এতিম আমাদের ক্ষেতের মাটি কাইটা নিয়ে যাইতেছে বালু বিক্রি করে দিচ্ছে ক্ষমতাবান ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আমি বিচার চাই! উপস্থিত মানববন্ধনে হাজী নান্নু মিয়া বলেন আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরও মাটি খনন বন্ধ হচ্ছে না বরং উল্টা আমাদেরকে চাঁদাবাজি হিসাবে বিভিন্ন মিডিয়াতে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছে! আমি তাদের বিচার চাই! তো মানববন্ধনে আমানুল্লাহ (২৬) নামে একজন বলেন আমি নিজে বালুকাটা বন্ধ করতে বাধা দেওয়াই আমাকে মারতে আসে আমাদের পাশের গ্রামের কিন্তু বর্তমান ক্ষমতাও প্রভাবশীল ব্যক্তিরা আসাদ রাসেল রাস্টু সহ আরো অনেকই আমাদের ফসলি জমির বালু নিয়া যাচ্ছে! মানববন্ধনে উপস্থিত সকলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমাদের কৃষি জমি আপনারা বাঁচান, যারা এই অবৈধ কাজে জড়িত তাদের আইনে আওতায় এনে সঠিক বিচার করার আহ্বান জানিয়েছেন! মের মিথ্যা সংবাদ প্রচার করে! SHARES সারা বাংলা বিষয়: